ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া

  • বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, অবিবাহিত ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • ডিপ্লোমা ইন নার্সিং প্রার্থীদের যে কোন বিভাগ হতে SSC ও HSC পাশ করে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে এবং কোন পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম হলে হবেনা।
  • মোট আসনের ২% আসন মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে এবং অবশিষ্ট্য ৯৮% আসনের মধ্যে ৬০ % জাতীয় মেধা ও ৪০ % জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে।
  • ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে বিদ্যমান মোট আসনের ৮০% মহিলা এবং ২০% পুরুষ প্রার্থী নির্বাচন করা হবে।
  • ১০০ নম্বরের মধ্যে MCQ লিখিত পরীক্ষা ও SSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৪ গুনিতক = ২০ নম্বর এবং HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর গুনিতক = ৩০ নম্বর, মোট ৫০ নম্বর যোগ করে ১৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
  • ডিপ্লোমাদের ১০০ নম্বর পরীক্ষার মানবন্টন- বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, সাধারন বিজ্ঞান-২৫ এবং সাধারন জ্ঞান-২৫ লিখিত পরীক্ষার MCQ উত্তরপত্র OMR মেশিনের মাধ্যমে দেখা হবে এবং ভর্তি পরীক্ষায় আবেদনপত্র প্রক্রিয়াকরন, নিরীক্ষণ ও ফলাফল চূড়ান্তকরন ইত্যাদি সকল কার্যক্রম কম্পিউটারের মাধমে হয়ে থাকে। কোন মৌখিক বা ভাইভা পরীক্ষা হবে না।
  • প্রার্থী কোন প্রতিষ্টানে ভর্তির সুযোগ পাবে তা নির্ভর করবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও প্রার্থীর পছন্দের ক্রমানুসারে।
  • প্রাপ্ত নম্বর অনুযায়ী নির্বাচিত প্রার্থী তার পছন্দনীয় স্থানে ভর্তির সুযোগ না পেলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অন্য যে কোন প্রতিষ্টানে ভর্তির সুযোগ পাবে।
  • প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরন করতে হবে এবং যে সেন্টারে পরীক্ষা দিতে ইচ্ছুক সে সেন্টারের কোড নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

ভর্তির সময় যেসকল কাগজপত্র জমা দিতে হবে

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও মূল সনদপত্রের ২ কপি করে ফটোকপি
  • ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর জাতীয় জন্ম নিবন্ধন সনদপত্র বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সকল ফটোকপি ২ কপি)।
  • এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্রের অনলাইন কপি।
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের কপি।

ভর্তি ফি ও মাসিক বেতন

ক্রমিকবিবরনটাকার পরিমান৩ বছরে খরচ
০১ভর্তি ফি২৫,০০০/-২৫,০০০/-
০২সেশন ফি৩০,০০০/-৯০,০০০/-
০৩ল্যাবরেটরি ফি৫,০০০/-১৫,০০০/-
০৩মাসিক বেতন৪,০০০ /-১,৪৪,০০০/-
সর্বমোট =২,৭৪,০০০/-
* রেজিস্ট্রেশন ফি, অভ্যন্তরীন পরীক্ষা ফি, বোর্ড পরীক্ষা ফী, ক্লিনিকাল প্র্যাক্টিস ফি, ফিল্ড ভিজিট ও অন্যান্য ফি শিক্ষার্থী আলাদা ভাবে প্রদান করবে।
* ছেলে শিক্ষার্থীর (নার্সিং) ক্ষেত্রে কোর্স ফি কিছুটা বেশি হবে।