হোমপেজ

নিউ সিটি নার্সিং ইন্সটিটিউট খুলনা
নিউ সিটি নার্সিং ইন্সটিটিউট খুলনা

নার্সিং এ কেন পড়বেন ?

আমাদের দেশের প্রেক্ষিতে বিবেচনা করলে দেখা যায়, গত কয়েক বছরে দেশের সরকারী-বেসরকারী হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানে তাই নার্সদের চাহিদাও দিনদিন বেড়ে চলেছে।

চাকরির সুবিধা :

বিএসসি ইন নার্সিং; ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই তিনটি নার্সিং কোর্স সম্পন্ন হওয়ার পরে, Bangladesh Nursing and Midwifery Council কর্তৃক অনুষ্ঠিত রেজিষ্ট্রেশন/লাইসেন্সিং/RN পরীক্ষায় পাশ করলে/কৃতকার্য হলে, পরবর্তীতে সরকারি/বেসরকারি জবের জন্য আবেদন করা যায়।
তবে, সরকারি নার্সিং জবের জন্য আলাদা MCQ, লিখিত পরীক্ষা, ভাইভা সহ কতো গুলো প্রসেস রয়েছে।
সরকারি হাসপাতালের চাহিদা ও সরকারের অনুমতির উপর নির্ভর করে প্রতি ১/২ বছর পরপর নার্সিং/মিডওয়াইফারি জবের সারকুলার/বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জবের পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং উল্লেখিত পরীক্ষায় ভালো করলে অবশ্যই জব পাওয়া যায়।
তবে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরপরি বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে জব করে অভিজ্ঞতা অর্জন করলে ভালো হয়। পাশাপাশি সরকারি জবের জন্য প্রস্তুতি নিলেই ভালো হবে।
উল্লেখ্য, সরকারি নার্সিং জব পাওয়ার জন্য সরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে পড়তেই হবে এমন কোনো নিয়ম/বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত যেকোনো বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে পড়েও সরকারি জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাব, জব পাওয়া যাবে।

  • কোর্স শেষে সরকারি হাসপাতালে সিনিয়র ষ্টাফ নার্স পদে ২য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরির সুযোগ।
  • সরকারি ও বেসরকারি নার্সিং ইনিস্টিটিউটসমূহে চাকরির সুযোগ।
  •  নার্সিং কলেজ সমূহে শিক্ষক পদে যোগদান।
  • স্বাস্থ্য অধিদপ্তরের চকরি।
  • স্কুল হেল্থ জব। 
  • কোর্স শেষ করে ২ বছরে চাকুরির অভিজ্ঞতা হলে ৪ বছর পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সে ভর্তির সুযোগ এবং ২বছরে কোর্স সম্পন্ন।
  • বিভিন্ন NGO তে বড় বড় চাকরি (  WHO, BRAC,ICDDRB)
  • প্রশিক্ষণ শেষে দেশে বিদেশে চাকরির সুযোগ।আমাদের দেশের প্রেক্ষিতে বিবেচনা করলে দেখা যায়, গত কয়েক বছরে দেশের সরকারী-বেসরকারী হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানে তাই নার্সদের চাহিদাও দিনদিন বেড়ে চলেছে।
নিউ সিটি নার্সিং ইন্সটিটিউট খুলনা

নোটিশবোর্ড

নোটিশবোর্ডে এই মুহুর্তে কোন নোটিশ নেই।

আমাদের বৈশিষ্ট্য